• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪২৯

সারা দেশ

পুকুর ভরাট করে দোকান ঘর নির্মাণের মহোৎসব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২৫ অক্টোবর ২০২৩

কুষ্টিয়া  প্রতিনিধি:

কুষ্টিয়ার ভেড়ামারা শহরে রেলওয়ের শতবর্ষী পুকুর ভরাট করে উন্নয়নের অজুহাতে  দোকান ঘর নির্মাণ করছে  একদল  দখলদারিরা।  এতে ভেড়ামারাবাসির মাঝে ক্ষোভ বিরাজ করছে।

ভেড়ামারা শহরের মূলকেন্দ্র বাসষ্ট্যান্ডের পিছনে বৃটিশ আমলে খননকৃত বাংলাদেশ রেলওয়ের শতবর্ষী পুকুরটি বাজারের পানি ও জলের চাহিদা, সেইসাথে একটি বড় বাজারের অগ্নি নির্বাপনের মহৌষধ হিসেবে কাজ করে থাকা পুকুরটি ভরাট করে পরিবেশের ভারসাম্য বিনষ্ট করে একটি পক্ষ দোকানপাট নির্মাণে ব্যস্ত রয়েছে।

কুষ্টিয়া জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও ভেড়ামারা পৌর আওয়ামী লীগের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল মুকুল বলেন, এই বাজারে যদি আগুন লাগে তাহলে পানি নেওয়ার জায়গা হচ্ছে এই শতবর্ষী পুকুর। বাজারের কোথাও আগুন লাগলে ফায়ার সার্ভিস পানির এ উৎস থেকে পানি নিয়ে আগুন নেভাতে সক্ষম হবে। অথচ আপনারা সেই পুকুরটা ভরাট করে ফেলছেন। যা সরকারের জলাশয় ভরাট আইনের স্পষ্ট লঙ্ঘন ও পরিপন্থি।

পুকুর ভরাট করার বিষয়ে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ আবেদন করেও প্রতিকার মিলছে না বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে ভেড়ামারায় উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আক্তারুজ্জামান মিঠু বলেন, আমাদের সাথে পৌরসভা মেয়রের কথা ছিল রাস্তা প্রশস্ত করনের জন্য ৫ ফুট হোক, ১০ ফুট হোক, ১৫ ফুট হোক দোকান ভেঙে পিছনে দোকান সরিয়ে দিয়ে ব্যবসায়ী ভাইদের দোকান নির্মাণ করে দেবে। সেই সুযোগে এখন দেখছি অতিরিক্ত জায়গা লাগবে বলে পুকুর ভরাট করে মার্কেট নির্মাণের পায়তারা করছেন। আমি বলেছি, পুকুর ভরাট করা যাবে না। আর এক টুকরো মাটিও পুকুরের ভেতরে ফেলা যাবে না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads